Farmers’ Protest: ফের ধাক্কা কঙ্গনার, শুনানি স্থগিতের আবেদন খারিজ কর্ণাটক হাইকোর্টে
কেন্দ্রের তিন নয়া কৃষি আইনের সমর্থনে কঙ্গনা একাধিক ট্যুইট করেন। ট্যুইটের জেরে নিম্ন আদালত পুলিশকে নির্দেশ দেয় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের।
ফের কোর্টে ধাক্কা কঙ্গনা রানাউতের। নয়া কৃষি আইন নিয়ে কঙ্গনার ট্যুইটের বিরুদ্ধে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পুলিশকে এফআইআরের নির্দেশ দেন। নিম্ন আদালতের নির্দেশের স্থগিতাদেশ চেয়ে অভিনেতা কর্ণাটক হাইকোর্টে যান। কর্ণাটক হাইকোর্ট অভিনেতার সেই আর্জি খারিজ করে দিল।
কেন্দ্রের তিন নয়া কৃষি আইনের সমর্থনে কঙ্গনা একাধিক ট্যুইট করেন। ট্যুইটের জেরে নিম্ন আদালত পুলিশকে নির্দেশ দেয় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের।
[আরও পড়ুন- রেশনে ভর্তুকি কমানোর প্রস্তাব নীতি আয়োগের, তীব্র বিরোধ বিরোধীদের]
অ্যাডভোকেট রিজুয়ান সিদ্দিকি কঙ্কনার হয়ে আদালতে সওয়াল করেন। অভিনেতার আর্জির প্রেক্ষিতে বিচারপতি এইচ পি সন্দেশ নির্দেশ দেন, আগে আপনারা অফিসের অভিযোগগুলি মেনে চলুন, তারপর আপনাদের আর্জি শোনা হবে। ১৮ মার্চ এই মামলার পরবর্তী শুনানি করা হবে বলে জানায় আদালত।
Another day another FIR, yesterday Javed chacha with help of Maharashtra government got a warrant issued for me and now another FIR for supporting farmer’s bill, meanwhile those who spread lies about this Bill and Farmer’s genocide also caused riots, face no consequences. Thanks https://t.co/TBhbehSmus
— Kangana Ranaut (@KanganaTeam) March 2, 2021
তাঁর বিরুদ্ধে এফআইআরের কথা নিজেই জানিয়েছিলেন কঙ্গনা। তিনি ট্যুইট করে লেখেন একের পর এক অভিযোগ আনা হচ্ছে আমার বিরুদ্ধে, অথচ কৃষি আইন নিয়ে যারা মিথ্যা প্রচার করছে, দাঙ্গায় উস্কানি দিচ্ছে তাঁদের কোনও সমস্যার মুখোমুখি হতে হচ্ছে না। উল্লেখ্য বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার, গীতিকার জাভেদ আখতার কঙ্গনার বিরুদ্ধে এফআইআর করেছিলেন। এদিন তাঁকেও জাভেদ চাচা বলে কটাক্ষ করেন অভিনেতা।
Comments are closed.