লোকসভা ভোটে খারাপ ফলের পর তৃণমূল ভোট কুশলী প্রশান্ত কিশোরকে নিয়ে আসে। লক্ষ্য ২০২১ বিধানসভা ভোটে ক্ষমতা ধরে রাখা। কখনও পাঞ্জাব, আবার কখনও অন্ধ্র প্রদেশ, এভাবেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোট বৈতরণী পেরোতে ডাক পড়ে প্রশান্ত কিশোরের। এবার তাঁর ডাক এল খোদ দিল্লি থেকে। আসন্ন বিধানসভা ভোটে বিজেপির মোকাবিলায় এবার অরবিন্দ কেজরিওয়াল ভরসা রাখলেন প্রশান্ত কিশোরের উপর। এবার আম আদমি পার্টির হয়ে কাজ করবে প্রশান্ত কিশোর আই প্যাক টিম (Kejriwal Hires PK)।
শনিবার সকাল দশটা নাগাদ অরবিন্দ কেজরিওয়ালের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ভেসে ওঠে একটি ট্যুইট। তাতে স্বাগত জানিয়ে লেখা ছিল প্রশান্ত কিশোরের টিম এবার আমাদের সঙ্গে। আধঘণ্টার মধ্যে প্রশান্ত কিশোর টিমের পক্ষ থেকে কেজরিওয়ালের ট্যুইটকে ট্যাগ করে স্বীকার করে নেওয়া হয় খবরের সত্যতা। পাঞ্জাব নির্বাচনের পর আমরা আপনাকেই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হিসেবে বুঝতে পেরেছিলাম। একসাথে কাজ করার সুযোগ পেয়ে খুব খুশি।
বিধানসভা ভোটের সময় পাঞ্জাবে কংগ্রেসের হয়ে কাজ করেছিলেন প্রশান্ত কিশোর। ক্যাপ্টেন অমরিন্দর সিংহকে ক্ষমতায় ফেরাতে প্রশান্ত কিশোরের কৌশল বাজিমাত করেছিল। সেই সময় প্রশান্ত কিশোরের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের দলের বাকযুদ্ধও চলেছিল। কিন্তু এখন সে সব অতীত। আসন্ন দিল্লি বিধানসভা ভোটে এবার সেই আম আদমি পার্টির হয়েই কৌশল সাজাবেন প্রশান্ত কিশোর(Kejriwal Hires PK)।
পাঞ্জাবের অমরিন্দর সিংহ থেকে বাংলায় মমতা ব্যানার্জি। বিজেপি বিরোধী শক্তিগুলোর মধ্যে নিজের গুরুত্ব ক্রমেই বাড়িয়ে তুলছেন আই প্যাকের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। তাঁর দল জেডিইউয়ের নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে ভোট দেওয়া নিয়ে নিজের অসন্তোষ জানিয়ে ট্যুইট করেছেন প্রশান্ত। নয়া আইনের বিরুদ্ধে অ-বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের দৃঢ় পদক্ষেপ নেওয়ার সময় এসেছে, এমন ট্যুইটও করেছেন নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকেই।
তাহলে কি নিজেকে বিজেপি বিরোধী লড়াইয়ের একেবারে প্রথম সারিতে নিয়ে যাওয়ার রাস্তায় হাঁটা শুরু করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর? জল্পনা তুঙ্গে।
Comments are closed.