গুপি বাইন বাঘা বাইন দিয়ে সূচনা, চলচ্চিত্র উৎসবে আসছেন অ্যান্ডি ম্যাকডোয়েল

গত কয়েক বছরের ধারা বজায় রেখে এবারও জমকালো উদ্বোধন হতে চলেছে চলচ্চিত্র উৎসবের। আগামী ৮ নভেম্বর বিকেল ৪টেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধন হবে ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, মহেশ ভট্ট, রাখি গুলজার, মাধবী মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, সন্দীপ রায় প্রমুখ। উৎসবের ২৫ তম বর্ষে এবার থাকছে বিশেষ চমক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অস্কার জয়ী বিশ্ব বরেণ্য জার্মান চিত্র পরিচালক ভোলকার স্লনড্রফ। থাকবেন বিশিষ্ট হলিউড অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডোয়েল। এবারের উদ্বোধনী ছবি সত্যজিৎ রায়ের গুপি গায়েন বাঘা বায়েন। এবছর ৫০ তম বর্ষে পা দিচ্ছে এই ছবি। বিশেষ আকর্ষণীয় বিষয় হল, সেলুলয়েড ফর্ম্যাটে নির্মিত এই ছবিটির ডিজিটাল রেস্টোরেশন করা হয়েছে। সেই ছবিই এবার প্রদর্শিত হবে চলচ্চিত্র উৎসবে।
চলচ্চিত্র উৎসব উপলক্ষ্যে শুক্রবার এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন প্রমুখ।
এবারের উৎসবে শহরের ১৭ টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে  বিশ্বের ৭৬ টি ২১৪ টি পূর্ণদৈর্ঘ্যর ছবি। পাশাপাশি থাকছে ১৫৩ টি স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্র। এবারের উৎসবে থাকছে শিশুদের জন্য বিশেষ বিভাগ। সেখানে প্রদর্শিত হবে দেশ বিদেশের ছোটদের ছবি। ১৪ নভেম্বর শিশুদিবসের দিন নন্দন-রবীন্দ্রসদন চত্বরজুড়ে বিশেষ কয়েকটি এলইডি স্ক্রিনে চলবে ছোটদের ছবি। শিশির মঞ্চে প্রদর্শিত হবে ছোটদের চারটি ছবি। হোমেজ বিভাগে বিশেষ শ্রদ্ধা জানানো হবে মৃণাল সেন, চিন্ময় রায়, রুমা গুহ ঠাকুরতা, গিরিশ কারনাড প্রমুখকে। এছাড়াও থাকছে প্রতিযোগিতা মূলক পাঁচটি বিভাগ। প্রতিযোগিতায় সেরা ছবিকে দেওয়া হবে ৫১ লক্ষ টাকা এবং সেরা পরিচালক পাবেন ২১ লক্ষ টাকা। থাকছে বিশেষ মাস্টার ক্লাস। এছাড়াও প্রতিযোগিতামূলক স্বল্প দৈর্ঘের ছবি ও তথ্যচিত্র বিভাগেও থাকছে বিশেষ পুরস্কার।
থাকছে পাড়ায় পাড়ায় সিনেমা বিভাগ। এই বিভাগের মাধ্যমে বেহালা, যাদবপুর, সল্টলেকের বিভিন্ন এলাকায় জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে ছবি প্রদর্শনের ব্যবস্থা থাকছে। এবছর সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার দেবেন কুমার সাহানি। থাকছে রেস্টোর্ড ক্লাসিক বিভাগ। এবারের উৎসবেই প্রথমবারের জন্য প্রদর্শিত হবে থ্রি ডি সিনেমা। বিশেষ বিভাগে প্রদর্শিত হবে ৩৫ মিমি সেলুলয়েড মাধ্যমে তৈরি বেশকিছু ক্লাসিক ছবি। এবারের ফোকাস কান্ট্রি জার্মানি।

Comments are closed.