বাতিল হল তৃণমূলের নাগাল্যান্ড সফর

নাগাল্যান্ড যাচ্ছে না তৃণমূলের প্রতিনিধি দল। কলকাতা বিমানবন্দরে গিয়েও এই সফর বাতিল করে তৃণমূলের প্রতিনিধি দল। এই মুহূর্তে নাগাল্যান্ডের পরিস্থিতি খারাপ। তাঁরা গেলে আইন শৃঙ্খলার আরও অবনতি হতে পারে। এমনই জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা।

নাগাল্যান্ডে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে তৃণমূলের প্রতিনিধি দলকে বাধা দেওয়া হবে। এর ফলে ঝামেলার সৃষ্টি হবে। আর পুরো বিষয়টির জন্য নাগাল্যান্ড সরকার দোষারোপ করবে তৃণমূলকেই। তাই এই সফর এখন বাতিল করল তৃণমূল।

জানা যায়, সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে ৫ জনের প্রতিনিধি দল সোমবারই নাগাল্যান্ডে যাবে। সেনা জওয়ানদের গুলিতে নিরীহ মৃত গ্রামবাসীদের পরিবারের পাশে গিয়ে দাঁড়াবেন সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে প্রসূন ব্যানার্জি, অপরুপা পোদ্দার ও শান্তনু সেনরা। কিন্তু অবশেষে বাতিল হল সেই সফর।

উল্লেখ্য, রবিবার ভোরে মায়ানমার সীমান্তের কাছে নাগাল্যান্ডের মন জেলার ওটিংয়ে সন্ত্রাসবাদী নিধনে গিয়েছিল সেনা জওয়ান। ওই সময় কয়লা খনি থেকে বাড়ি ফেরার পথে গ্রামবাসীদের ওপর গুলি চালায় সেনা। এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ।

Comments are closed.