করোনার জন্য লকডাউন কলকাতা তথা এই রাজ্য সহ গোটা দেশ। কিন্তু এই পরিস্থিতিতেও সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধে না হয়, তার জন্য অবশ্য প্রয়োজনীয় বহু ক্ষেত্রকে ছাড় দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছেন, অন-লাইন ডেলিভারি সার্ভিস সহ বেশ কিছু পরিষেবা ক্ষেত্রকে বিশেষ পাস ইস্যু করা হবে। কলকাতায় এই পাস চালু করার ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা চালু করলেন ই-পাস। অত্যন্ত সহজে এই ই-পাস মেলের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন অবশ্য প্রয়োজনীয় জিনিস ডেলিভারি সংস্থা। দেখে নিন, কীভাবে পেতে পারেন এই ই-পাস।
Comments