মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গোয়া সফরে তৃণমূলে যোগ দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। দলে যোগ দিয়েই কাজে নেমে পড়লেন লিয়েন্ডার। জনসংযোগ বাড়াতে শুক্রবার গোয়ার রাস্তায় দেখা গেল তাঁকে। পায়ে হেঁটে স্থানীয়দের সঙ্গে বললেন তিনি।
টেনিস তারকাকে কখনও দেখা গেল এক খুদের হাতে ঘাফুল প্রতীক দেওয়া টুপি তুলে দিতে, কখনও আবার গেলেন স্থানীয় মন্দিরে। এদিন বেশ কিছুটা সময় তিনি মাছ বাজারেও কাটান। স্থানীয় মাছ বিক্রেতাদের সঙ্গে কথা বললেন। সব্জি বিক্রেতাদের সঙ্গেও একান্ত আলাপচারিতায় দেখা যায় লিয়েন্ডারকে।
২০২২ গোয়ায় বিধানসভা নির্বাচন। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরার পাশাপাশি গোয়াতেও নিজেরদের জমি শক্তি করতে ঝাঁপিয়েছে তৃণমূল। সেই মতো সৈকত শহরেও কাজও শুরু করেছে ঘাসফুল শিবির। পিকের টিম রয়েছে সেখানে। ইতিমধ্যেই গোয়া সফর সেরেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তাঁর সফরেই তৃণমূলে যোগ দেন টেনিস তারকা। এছাড়াও কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন সাঁতারু নাফিসা আলীও তৃণমূলে যোগ দিয়েছেন। পাশাপাশি তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্য সভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান সংগঠনের কাজে সে রাজ্যে রয়েছেন। এই আবহে আসন্ন বিধানসভা নির্বাচনে গোয়ায় তৃণমূল কংগ্রেস কতখানি প্রভাব ফেলতে পারে এখন সেটাই দেখার।
Comments are closed.