লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে দেশের নতুন সেনাপ্রধান, প্রথম কোনও ইঞ্জিনিয়ার সেনাপ্রধানের দায়িত্বে

দেশের নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। ভারতীয় সেনার তরফে টুইট করে একথা জানানো হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে সোমবার নতুন সেনাপ্রধান নিযুক্ত হয়েছেন। পয়লা মে থকে জেনারেল এম এম নারাভানের স্থলাভিষিক্ত হবেন তিনি। ২৯ তম সেনাপ্রধানকে শুভেচ্ছা জানানো হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে। সেনাবাহিনীর ভাইস চিফ, লেফটেন্যান্ট জেনারেল পাণ্ডে কর্পস অফ ইঞ্জিনিয়ার্সের প্রথম অফিসার যিনি সেনাপ্রধান হবেন।

এই বছর ১ ফেব্রুয়ারি থেকে ভাইস সেনাপ্রধানের দায়িত্ব পালন করছেন তিনি। ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন এই ছাত্র ১৯৮২ সালে কর্পস অফ ইঞ্জিনিয়ার্স হন। জম্মু-কাশ্মীরের অপারেশন পরাক্রমে অংশ নিয়েছিলেন তিনি। ক্যাম্বারলি স্টাফ কলেজ থেকে গ্রাজুয়েট হন তিনি। ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকেও পড়াশোনা করেছেন। ৩৯ বছরের চাকরিতে বিভিন্ন অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। সামলেছেন আন্দামান নিকোবরের কম্যান্ডার-ইন-চিফের পদও।

কাজের জন্য তিনি পরম বিশিষ্ট সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদক, বিশিষ্ট সেবা পদক, দুবার জিওসি-ইন-সি প্রশংসা পেয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী।

Comments are closed.