রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। মঙ্গলবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের কাছে নিজের ইস্তফা পত্র জমা দিয়েছেন তিনি। ইস্তফা পত্রে জানিয়েছেন, শারীরিক অসুস্থার কারণেই তিনি রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছেন।
গত কয়েকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল রাজ্যসভার সাংসদ পদ থেকে সরে দাঁড়াবেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে দাবি, গোয়ায় বিধানসভা ভোটের সময় থেকেই তৃণমূলের সঙ্গে ফালেইরোর দুরুত্ব বাড়ছিল। তৃণমূলের তরফেই তাঁকে সাংসদ পদে থেকে ইস্তফা দিতে বলা হয়েছিল। জানা গিয়েছে খুব শীঘ্রই তাঁর জায়গায় নতুন প্রার্থীর নাম করবে তৃণমূল।
বছর দেড়েক আগে তৃণমূলে যোগ দেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তৃণমূলে আসার পর তাঁকে রাজ্যসভার সাংসদ করে পাঠানো হয়। অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে ২০২১ সালের ২১ নভেম্বর মনোয়নপত্র জমা দেন ফেলেইরো। যদিও গোয়ার বিধানসভা ভোটের সময় থেকেই লুইজিনহো ফেলেইরোর সঙ্গে তৃণমূলের দূরত্ব শুরু হয়। ঘাসফুল শিবিরের অভিযোগ, দলের অনুশীলন মানছিলেন না তিনি। গোয়ার বিধানসভা ভোটে তাঁকে প্রার্থী করা হলেও পরে তিনি সড়ে দাঁড়ান। অবশেষে সাংসদ পদ থেকেও ইস্তফা দিলেন তিনি। তৃণমূল লুইজিনহো ফালেইরোর জায়াগায় রাজ্যসভায় কাকে প্রার্থী করে এখন সেটাই দেখার।
Comments are closed.