বাংলা রাজনীতিতে তিনি মানেই চমক। প্রথা ভেঙে নতুন কিছু করা। শুক্রবার ফের একবার অভিনব কায়দায় ভোট প্রচার করে চমক দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। এদিন সকাল সকাল কলকাতা কর্পোরেশনের পার্কিং লটে পালকি নিয়ে হাজির মদন মিত্র। যা দেখতে রীতিমতো ভিড় জমে যায়। কিন্তু সবকিছু ছেড়ে হঠাৎ পালকি কেন?
রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী জানালেন, বিজেপি যেভাবে দৈনন্দিন জিনিপত্রের দাম বাড়াচ্ছে তাতে পালকির সময়ে ফিরে যেতে হবে। গাড়ি ছেড়ে পালকি ব্যবহার করতে হবে। মদন মিত্রের অভিযোগ, বিজেপির সরকার পরিচালনায় ব্যর্থতার জেরেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আজ আকাশ ছোঁয়া। পেট্রোলের মূল্য বৃদ্ধি নিয়েও গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছেন তিনি। বলেন, হুড়হুড় করে পেট্রোলের দাম বাড়িয়ে এখন শান্তনা পুরস্কার হিসেবে দু-চার টাকা দাম কমিয়েছে।
উল্লেখ্য পুরভোটের প্রচারে গান গেয়েছেন মদন মিত্র। শুক্রবার ‘খেলার গানের’ আনুষ্ঠানিক প্রচারে পালকি নিয়ে পুরসভা বিল্ডিংয়ের সামনে হাজির হন তিনি। যদিও এই প্রথম নয়, এর আগেও একুশের বিধানসভা ভোটে দলের সমর্থনে গান গেয়েছিলেন তিনি।
Comments are closed.