শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চেই নারদ শুনানি, খারিজ মদনের আবেদন
শুক্রবার পুরনো বেঞ্চেই মামলার শুনানি হবে
শুক্রবার নারদ মামলার শুনানি হবে। কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চেই শুনানি হবে। জানানো হয়েছে হাই কোর্ট থেকে।
বুধবারের পর বৃহস্পতিবার দুপুর ২ টোয় নারদ মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত বৃহস্পতিবার বসেনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের বিজ্ঞপ্তির পর দ্রুত মামলার শুনানির জন্য হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে বিশেষ ডিভিশন বেঞ্চ গড়ার আবেদন করেন মদন মিত্রের আইনজীবী।
এদিন নারদা মামলার শুনানিতে স্থগিত হয়ে যাওয়ার পর নতুন করে ডিভিশন বেঞ্চ গড়ার বিষয়ে ভাবনা-চিন্তা শুরু হয়। ইতিমধ্যেই দ্রুত মামলার শুনানির জন্য হাইকোর্টের কাছে ই-মেল মারফৎ বিশেষ বেঞ্চ গঠনের আবেদন জানান মদন মিত্রের আইনজীবী নিলাদ্রী ভট্টাচার্য্য।
কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। হাই কোর্ট জানিয়েছে, শুক্রবার পুরনো বেঞ্চেই মামলার শুনানি হবে। নতুন বা বিশেষ বেঞ্চের কোনও প্রয়োজন নেই।
Comments are closed.