তৃণমূলে ফিরতে চেয়ে ক্ষমা প্রার্থনা করলেন মালদা জেলা পরিষদের সদস্য ডলিরানি মণ্ডল। বিজেপিতে গিয়ে ভুল করেছি। ওখানে কাজ করতে পারছিলাম না। তাই আবার দলে ফিরতে চাই। এমনই জানালেন ডলিরানি মণ্ডল। ভূতনির বাসিন্দাদের জন্য কাজ করার ইচ্ছাপ্ৰকাশ করে দলনেত্রীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছিল। আর ভোটপর্ব মিটতেই দলত্যাগীদের মধ্যে ফের তৃণমূলে ফিরে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। সোনালী গুহ, দীপেন্দু বিশ্বাস, মালদার সরলা মুর্মু তৃণমূলে আসার ইচ্ছাপ্রকাশ করেছেন। কয়েকদিন আগে
মালদার রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির ১৮ জন সদস্যও তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন করেছিলেন মৌসম বেনজির নূরের কাছে। তাঁরা বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন।
এবার সেই দলে নাম লেখালেন ডলিরানি মণ্ডল। এই বিষয়ে স্থানীয় বিজেপির দাবি, দলত্যাগীদের চাপ দেওয়া হচ্ছে। জোর করে ওই সব নেতাদের বিজেপি ছাড়তে চাপ দেওয়া হচ্ছে।
Comments are closed.