এই প্রথমবার, ভিন রাজ্যে মমতার রাজনৈতিক সফর-সঙ্গী অভিষেক; সোমবার মেঘলয়ে যাচ্ছেন তৃণমূল নেত্রী 

বছর ঘুরলেই মেঘলয়ে বিধানসভা ভোট। মাস খানেক আগে সে-রাজ্যে দলীয় কার্যলয়ের উদ্বোধন করে এসেছিলেন অভিষেক ব্যানার্জি।  সোমবার তিন দিনের জন্য মেঘালয় সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। আর এবারে তাঁর সফর সঙ্গী হচ্ছেন অভিষেক। রাজনৈতিক মহলের অনেকে বলছেন, এই প্রথমবার ভিন রাজ্যে তৃণমূল নেত্রীর কোনও রাজনৈতিক সফরে সঙ্গী হচ্ছেন অভিষেক ব্যানার্জি। যা বেশ তাৎপর্যপূর্ণ ঘটনা। 

কংগ্রেস থেকে ১১ জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ায় এখন সে রাজ্যে প্রধান বিরোধী দল তৃণমূল। সেদিক থেকে এ রাজ্যের শাসক দলের একটি রাজনৈতিক জমি ইতিমধ্যেই সেখানে তৈরি হয়েছে। এই আবহে মেঘালয়ের বিধানসভা ভোটকে পাখির চোখ করেছে তৃণমূল। খোদ তৃণমূল নেত্রীর সফর থেকে যা স্পষ্ট। 

দলীয় সূত্রে খবর, তিন দিন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির একগুচ্ছ কর্মসূচি রয়েছে মেঘালয়ে। যার মধ্যে মঙ্গলবারের কর্মসূচি জানিয়েছে তৃণমূল। ঐদিন শিলঙের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে তৃণমূলের রাজ্য সম্মেলন রয়েছে। মমতা-অভিষেক ছাড়াও রাজ্য থেকে মেঘালয়ের পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়াও উপস্থিত থাকবেন সেখানে। এছাড়াও মেঘলয়ে তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পাইনগ্রোপে এবং বিধানসভার বিরোধী দলনেতা মুকুল সাংমা।  

   

Comments are closed.