সব ঠিক থাকলে বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তবে সেপ্টেম্বরের শেষ থেকেই শুরু হয়ে যাচ্ছে উৎসবের মরসুম। তাই পুজোর আগেই ব্লক ও বুথ স্তরের কর্মীদের একত্রে নিয়ে সাংগঠনিক বৈঠক করতে চলছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ঘাসফুল শিবির সূত্রে খবর, আগামী ৮ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোরে কর্মী সম্মেলন করবেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি।
জানা গিয়েছে, ওই বৈঠক থেকেই পঞ্চায়েত ভোটকে টার্গেট করে নেতা-কর্মীদের মাঠে নামার ডাক দেবেন দলনেত্রী। পঞ্চায়েত ভোটের রণকৌশলও ঠিক হবে ৮ সেপ্টেম্বরের বৈঠকে। ব্লক স্তরের নেতা কর্মী ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের প্রায় সমস্ত সাংসদ ও বিধায়করাও।
সম্প্রতি দুর্নীতি মুক্ত পঞ্চায়েত ব্যবস্থা গড়তে নবান্ন থেকে একগুচ্ছ নির্দেশ জারি করা হয়েছে। অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিও দুর্নীতি নিয়ে বার বার কড়া বার্তা দিয়েছেন। একই সঙ্গে স্বচ্ছ ভোট করানো নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদন। জেলায় জেলায় সাংগঠনিক বৈঠক করতে গিয়ে অভিষেক সাফ জানিয়েছেন, গায়ের জোরে পঞ্চায়েত ভোট করানো যাবে না। তাতে দু’একটি আসনে হারলেও, ভোটে কোনও রকমের অশান্তি বরদাস্ত করবে না দল, সাফ জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। এই অবস্থায় ৮ তারিখের বৈঠক থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
Comments are closed.