গোটা রাজ্যে তিনিই একা পর্যবেক্ষক একথা জানিয়েছিলেন আগেই। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে তৃণমূল নেত্রীর ঘোষণা, ‘এটা আমার ভোট, যদি আমায় চান জোড়া ফুলে ভোট দিন, প্রার্থী কে তা নিয়ে ভাববেন না’।
প্রসঙ্গত, একসময় রাজ্যের একাধিক জেলায় পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। এই জেলাও ছিল তাঁরই হাতে। সম্ভবত সেই কারণেই রায়গঞ্জের ভিড়ে ঠাঁসা সভায় নাম না করে মমতার খোঁচা, কিছু ভুঁইফোড়কে এখানে পাঠিয়েছিলাম, আখের গুছিয়ে পালিয়েছে।
এদিন মমতার লাগাতার আক্রমণের মুখে পরে শুভেন্দুর বর্তমান দল। বিজেপির রথ যাত্রার কর্মসূচির তীব্র সমালোচনা করেন মমতা। তাঁর মন্তব্য, এ কেমন রথ, পাঁচ তারা হোটেলের সমস্ত সুবিধা সম্পন্ন এই রথে চড়ে ফুর্তি করে বেড়াচ্ছে। মমতা বলেন, বিজেপি নেতারা সেখানে থাকছেন, খাচ্ছেন, মজা করছেন। এ রথ তো ভোগের রথ! বিজেপি নেতারা কি নিজেদের দেবতা ভাবছেন? প্রশ্ন মমতা ব্যানার্জির।
বিজেপির পাশাপাশি সিপিএম, কংগ্রেসকেও একহাত নেন মমতা। বলেন বিজেপির সঙ্গে সিপিএম, কংগ্রেসকেও বিদায় জানাতে হবে।
ভিড়ে ঠাঁসা জনসভা থেকে তৃণমূল নেত্রীর ঘোষণা, কোনও চিন্তা করবেন না আপনাদের পাহারাদার হিসেবে থাকছি আমি।
Comments are closed.