বুধবারও উত্তাল ছিল বিধানসভার অধিবেশন। মুখ্যমন্ত্রী রাজ্যপালের বক্তৃতার জবাবি ভাষণ দিতে উঠেল তুমুল হৈচৈ শুরু করেন বিজেপি বিধায়কেরা। হট্টগোলের মধ্যেই নিজের বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। তাঁর দাবি, একটা সময় পশ্চিবঙ্গ সবকিছুতেই পিছিয়ে ছিল। কিন্তু তাঁর সরকারের জামানায় উন্নয়নের শিখর ছুঁয়েছে রাজ্য।
বিধানসভাকক্ষে বিজেপির বিক্ষোভ নিয়েও এদিন গেরুয়া শিবিরকে একহাত নেন মমতা ব্যানার্জি। বলেন, বিধানসভায় বিজেপি মস্তানি করছে। ওঁরা যত গর্জন করে তত বর্ষায় না। শুধু গণ্ডগোল পাকাতে শিখেছে।
রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখন রাজ্য উন্নয়নের শিখরে। আগের থেকে রাজ্যের রাজস্ব সংগ্রহ ৪ গুন বেড়েছে। ১০০ দিনের কাজে প্রথম বাংলা। ক্ষুদ্র ও কুটির শিল্পে সবচেয়ে বেশি লগ্নি হয়েছে এরাজ্যে। ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়া থেকে শুরু করে দুয়ারে সরকার, দুয়ারে রেশন প্রকল্পে রাজ্য সরকার সফল। মুখ্যমন্ত্রীর দাবি, দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকারে রাজ্যজুড়ে ৮০ হাজার ক্যাম্প থেকে প্রায় ১ কোটির বেশি মানুষ পরিষেবা পেয়েছেন। দুয়ারে রেশনে ২১ হাজার ডিলার রেশন পৌঁছে দেওয়ার কাজ করছেন।
এদিন দেউচা পাচামি কয়লা খনি নিয়েও ফের একবার সরব হয়েছেন তিনি। বলেন, আমরা শিল্প চাইছি, কিন্তু ওরা দুর্ভিক্ষ চাইছে। দেউচা পাচামিতে কয়লাখনি হলে রাজ্যে ১ লক্ষেরও বেশি কর্মসংস্থান তৈরি হবে। মোদী সরকারের বিরুদ্ধে তাঁর তোপ, কেন্দ্র কোনও রকমের সাহায্য করছে না। দেশটার সর্বনাশ করে দিচ্ছে। গেরুয়া শিবিরকে তাঁর কটাক্ষ, বিজেপির এবার অবসর নেওয়ার সময় চলে এসেছে।
Comments are closed.