শুক্রবার ছিল অভিষেক ব্যানার্জির নবজোয়ার যাত্রার শেষ দিন। সেই মঞ্চে উপস্থিত থেকে অভিষেকের ছোট বেলা নিয়ে নানান তথ্য দিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। বিরোধীদের পরিবারতন্ত্রের অভিযোগের পাল্টা উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, খুব ছোটবেলা থেকেই অভিষেক ব্যানার্জি কীভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে।
এদিনের মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জির একটি ছোট বেলার ছবি তাঁর হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। যেই ছবিতে মাথায় ব্যান্ডেজ অবস্থায় রয়েছেন খোদ তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি। এদিন তিনি বলেন, ১৯৯০ সালে সিপিএমের আক্রমণে মাথা ফাটে মমতা ব্যানার্জির। সেই কথা জানতে পেরেছিলেন দু’বছরের ছোট্ট অভিষেক। মুখ্যমন্ত্রীর কথায়, ওই বয়েসেই একটা ঝান্ডা হাতে অভিষেক ব্যানার্জি স্লোগান দিতে শুরু করেন, ‘দিদির মাথা ভাঙলে কেন, সিপিএম জীবব দাও’।
সেই অতীতের স্মৃতি চারণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অনেকেই অভিষেকের রাজনীতিতে আসা নিয়ে ব্যক্তিগত আক্রমণ করে। কিন্তু ও অনেক ছোট থেকেই রাজনীতি করছে। এদিন সভায় আসার আগে মুখ্যমন্ত্রী ঠিক করেছিলেন, অভিষেককে বিশেষ এই ছবি উপহার হিসেবে দেবেন। এদিন দলনেত্রীর হাত থেকে উপহার নিয়ে তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।
Comments are closed.