৯ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে; অফিসারদের দোষ নেই, ওঁরা চাপে আছে, ইডির অফিস থেকে বেরিয়ে বললেন অভিষেক

ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে ইডির অফিস থেকে সন্ধ্যে ৮ টা নাগাদ বেরোলেন অভিষেক ব্যানার্জি। সাংবাদিকদের তিনি জানান, আমায় ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আমি আমার সাধ্য মতো তদন্তকারীদের সহযোগীতা করেছি। ওদের দোষ নেই, ওঁরা চাপের মুখে ডিউটি করছে।

এদিন ফের একবার রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন অভিষেক। তিনি বলেন, যাঁদের ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেল তাঁদের বিরুদ্ধে কোনও তদন্ত করা হচ্ছে না কারণ তাঁরা বিজেপিতে রয়েছে।

ইডির অফিস থেকে বেরিয়ে ফের একবার বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, এসব করে যদি বিজেপি মনে করে তৃণমূলকে থামানো যাব তাহলে তারা ভুল করছে। অভিষেক বলেন, যতই সিবিআই, ইডিকে ব্যবহার করুক বিজেপির কাছে মাথা নত করবে না তৃণমূল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও এদিন তীব্র কটাক্ষ করেন অভিষেক। বলেন, উনি তো বাংলায় গিয়ে বলেছিলেন ২০০ পার করবে, ৭৭ই বিজেপির গাড়ি আটকে গিয়েছে। তারপরেই অভিষেকের হুশিয়ারী, বিজেপি যেখানে যেখানে পা রাখবে তৃণমূল লড়াই করবে সেখানে। ওদের যা খুশি করার করে নিক।

উল্লেখ্য, কয়লা কাণ্ডে এদিন অভিষেককে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। পরে তাঁকে আবার তলব করা হবে কিনা সে বিষয় এখনও কিছু জানা যায়নি।

Comments are closed.