চার দিনের দিল্লি সফরে গিয়েছেন তৃণমূল নেত্রী। সঙ্গে রয়েছেন অভিষেক ব্যানার্জিও। বৃহস্পতিবার রাজধানীতে পা রেখেই দলীয় সাংসদের সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে খবর, চলতি অধিবেশনে কীভাবে কেন্দ্রের ওপর আরও চাপ বাড়ানো যায়, কেন্দ্রের একাধিক ‘জনবিরোধী’ নীতির প্রতিবাদে আরও কীভাবে সোচ্চার হওয়া যায়, তা নিয়ে সাংসদদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী।
অধিবেশন চলায় এ দিনের বৈঠকে প্রায় সব সাংসদই হাজির ছিলেন। অভিষেকের উপস্থিতিতে ২০২৪ লোকসভা নির্বাচনের স্ট্রাটেজি নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে বলে অনেকে মনে করছেন। শোনা গিয়েছে, কেন্দ্রের ‘জনবিরোধী’ নীতি গুলোকে ইস্যু করে প্রতিবাদের ঝাঁজ আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সংসদের ভিতরে ও বাইরে সাংসদের লাগাতার প্রতিবাদে সোচ্চার থাকার কথা বলেছেন।
এদিন বৈঠকে শেষে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার, সুস্মিতা দেবরা জানান, চলতি বাদল অধিবেশনে তৃণমূল সাংসদের ভূমিকা কী হবে তা নিয়ে দিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা মুখ্যমন্ত্রী। আগামীকালের হাই ভোল্টেজ বৈঠকের দিকেই এখন তাকিয়ে দেশের রাজনৈতিক মহল।
Comments are closed.