হাজার পার করেছে রান্নার গ্যাসের দাম। কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের জন্য এখন থেকে দিতে হবে ১ হাজার ২৬ টাকা। গ্যাসের অস্বাভিক দাম বৃদ্ধি নিয়ে এবার কেন্দ্রকে তুলধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ধারাবাহিক মূল্য বৃদ্ধির তীব্র বিরোধিতা করে ট্যুইটে কেন্দ্রকে একহাত নিয়েছেন তিনি।
তৃণমূল নেত্রী লিখেছেন, ‘অবিলম্বে দেশের সাধারণ মানুষকে অত্যাচার করা বন্ধ করতে হবে কেন্দ্রকে। ধারাবাহিকভাবে পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেশে গ্রেট ইন্ডিয়ান লুঠ চালাচ্ছে বিজেপি। দিনের পর দিন দেশের সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে’ প্রসঙ্গত এর আগেও মূল্য বৃদ্ধি নিয়ে একাধিকবার কেন্দ্রকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের তরফে একাধিকবার রাস্তায় নেমে প্রতিবাদ প্রদর্শন করা হয়েছে।
The Union government must immediately STOP TORMENTING the people of India!
By repeatedly increasing #fuel prices, #LPG prices & prices of #essentialcommodities, @BJP4India is actually conducting a #GreatIndianLoot. PEOPLE ARE BEING FOOLED.
Sad to see the Media SILENT & BLIND.
— Mamata Banerjee (@MamataOfficial) May 7, 2022
উল্লেখ্য শুক্রবার পর্যন্ত রান্নার গ্যাসের দাম ছিল সিলিন্ডার পিছু ৯৭৬ টাকা। এদিন তা একলাফে ফের ৫০ টাকা বেড়ে যায়। এদিকে পেট্রোল ডিজেলের ধারাবাহিক দাম বাড়ার ফলে নাজেহাল অবস্থা আমজনতার। তার ওপরে মধ্যবিত্তের আরও চাপ বাড়াল রান্নার গ্যাসের দাম।
Comments are closed.