ইন্ডিয়া জোটকে ভয় পেয়েই গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত; কেন্দ্রকে ট্যুইটে খোঁচা তৃণমূল নেত্রীর 

বিরোধীদের ঐক্যবদ্ধ জোটকে ভয় পেয়েছে মোদী সরকার। আর যার জেরে দাম কমানোর সিদ্ধান্ত। কেন্দ্র রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ২০০ টাকা করে কমাতেই পাল্টা দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। এদিন এ নিয়ে তিনি বিজেপিকে ট্যুইটে খোঁচা দিতেও ছাড়েননি।

মুখ্যমন্ত্রী তাঁর ট্যুইটে লিখেছেন, “ইন্ডিয়া জোট এখনও মাত্র দু’টি বৈঠক করেছে। তাতেই রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমে গেল। এটাই বিরোধী জোট ইন্ডিয়ার দম।”

শুক্রবার মোদী সরকার রান্নার গ্যাসের দাম ২০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ২২ মাস আগে শেষবার রান্নার গ্যাসের দাম ১ হাজার টাকার নীচে ছিল। শুধু তাই নয়, কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকরা পাবেন অতিরিক্ত ২০০ টাকা ভরতুকি। অর্থাৎ সব মিলিয়ে ৪০০ টাকা কম দামে গ্যাস কিনতে পারবেন উজ্জ্বলার গ্রাহকরা। রাজনৈতিক মহলের একাংশের মতে, লোকসভা ভোটের আগে কেন্দ্রের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Comments are closed.