বছর ঘুরলেই পঞ্চায়েত ভোটের দামামা বেজে যাবে রাজ্যে। পঞ্চায়েত ভোট ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে। শাসক, বিরোধী সব পক্ষেই কোমর বাঁধছে। এই আবহে নতুন বছরের শুরুতেই দলকে আরও সংগঠিত করে নিতে চাইছেন তৃণমূল নেত্রী। ঘাসফুল শিবির সূত্রে খবর, আগামী ২ জানুয়ারি দলের সব বিধায়ক, সাংসদ এবং অন্যান্য জনপ্রতিনিধির সঙ্গে বৈঠকে বসতে পারেন মমতা ব্যানার্জি। জানা গিয়েছে, ওই হাইভোল্টেজ বৈঠকে দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও উপস্থিত থাকবেন।
তৃণমূল নেতৃত্বের একাংশের মতে, ওই বৈঠক আলোচনার মূল বিষয় হবে পঞ্চায়েত। মূলত ভোটের রণনীতি ঠিক করতেই এই বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটের আগে আরও বেশি করে জনসংযোগে জোর দিতে চাইছে তৃণমূল। কীভাবে জনসংযোগ আরও বাড়ানো যায়, সব স্তরের মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, তা নিয়েই জনপ্রতিনিধিদের নানান পরামর্শ দেবেন তৃণমূল নেত্রী। এর আগের দলীয় মিটিংগুলোতেও মমতা ব্যানার্জি একাধিকবার বলছেন, রাজ্য সরকার যে কাজ করছে, সে সম্পর্কে সাধারণ মানুষকে আরও বিস্তারিত জানাতে হবে। মানুষের যে কোনও রকম আপদে-বিপদে যেন তৃণমূল প্রতিনিধিরা উপস্থিত থাকে, তা স্থানীয় নেতৃত্বকে নিশ্চিত করতে হবে। নতুন বছরের এই মেগা বৈঠকে তা নিয়েও আলোচনা হতে পারে বলে খবর।
তৃণমূলের এক পক্ষের আরও দাবি, ওই বৈঠকে পঞ্চায়েত ভোটের জন্য প্রত্যেক বিধায়ক সাংসদকে নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দিতে পারেন মমতা-অভিষেক। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কীভাবে রণ কৌশল ঠিক করবে এখন সে দিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।
Comments are closed.