মালদহ এবং পরে শালবনিতে অভিষেক ব্যানার্জির নবজোয়ার কর্মসূচিতে একই মঞ্চে দেখা গিয়েছিল তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জিকে। কাকদ্বীপেও অভিষেক ব্যানার্জির সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে তেমনটাই খবর।
জানা গিয়েছে, ৬০ দিন ব্যাপী তৃণমূলের নবজোয়ার কর্মসূচি ১৬ জুন কাকদ্বীপে গিয়ে শেষ হবে। ওই দিন অভিষেক ব্যানার্জির সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকবেন মমতা ব্যানার্জিও। মালদহ নবজোয়ার কর্মসূচি’তে যোগ দিয়ে তৃণমূল সুপ্রিম আগেও একবার জানিয়ে ছিলেন, কর্মসূচির শেষ দিনে তিনি উপস্থিত থাকবেন। এবার তাতেই সিলমোহর পড়ল।
২৫ এপ্রিল কোচবিহার থেকে নবজোয়ার কর্মসূচির সূচনা করেছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। দীর্ঘ যাত্রা পথে ১৫ টি জেলা ঘুরে তিনি এখন রয়েছেন পূর্ব মেদনীপুরে। বৃহস্পতিবার ২০ কিমি পদযাত্রা করে তিনি নন্দীগ্রামে পৌঁছান। অভিষেক ব্যানার্জির কর্মসূচি ঘিরে জনপ্লাবন ছিল চোখে পড়ার মতো। এদিকে জানা গিয়েছে, পূর্ব মেদনীপুরে অভিষেক ব্যানার্জির কর্মসূচিতে সাধারণ মানুষের উপস্থিতি দেখে উচ্ছাসিত খোদ দলনেত্রী। এদিন তিনি অভিষেক ব্যানার্জিকে ফোন করে ছিলেন বলেও খবর। এখন ১৬ জুন অভিষেককে পাশে নিয়ে কী বার্তা দেন তৃণমূল নেত্রী, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
Comments are closed.