মঙ্গলবার শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক শেষে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের কার্যত অস্তিত্ব অস্বীকার করলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। এদিন তিনি সাফ জানান, ইউপিএ কী? এখন ইউপিএ-র কোনও অস্তিত্বই নেই।
মঙ্গলবার ফের একবার বিকল্প শক্তির কথা বলেন তৃণমূল নেত্রী। তিনি জানান, দেশের এই অন্ধকার সময়, যে যেখানে শক্তিশালী তাকে নিয়েই লড়াই করতে হবে। বিজেপিকে হারানোই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত।
এদিন তৃণমূল নেত্রীকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন, শরদ পাওয়ার একজন বর্ষীয়ান রাজনীতিক। সেক্ষত্রে তাঁরা কি পাওয়ারকে ইউপিএ জোটের মুখ করে বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন? সাংবাদিকদের উত্তর দিতে গিয়ে তৃণমূল নেত্রী বলেন, ইউপিএ কী? এর কোনও অস্তিত্বই নেই। সেই সঙ্গে কংগ্রেসকে মমতার খোঁচা, কেউ যদি লড়াই করতে না চায়, তাহলে আমরা কী করতে পারি? আমাদের লড়াই জারি রাখতে হবে।
পূর্ব ঘোষণা অনুযায়ীই এদিন এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। প্রায় এক ঘন্টা তাঁদের মধ্যে কথা হয়। উল্লেখযোগ্য বিষয়, এদিনের বৈঠকে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মমতা ব্যানার্জি এবং শরদ পাওয়ার দু’জনেই একত্রে সাংবাদিক বৈঠক করেন। বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেন বর্ষীয়ান রাজনীতিক। শরদ পাওয়ার বলেন, বিজেপির বিরুদ্ধে যে যে রাজনৈতিক দল রয়েছে, তাদের সবাইকে একজোট হয়ে লড়তে হবে। বিজেপিকে আটকাতে সমমনোভাবাপন্ন দলগুলিকে এক মঞ্চে এসে লড়াই শুরু করতে হবে।
Comments are closed.