Delhi Violence: বেলাগাম হিংসার ঘটনা নিয়ে ফেসবুকে কবিতা পোস্ট মমতার, গণতন্ত্র কি শেষ? কবিতায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জ্বলছে দিল্লি। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আহতের সংখ্যা ছাড়িয়েছে দুশো। তিনদিন কেটে গেলেও রাজধানীর আগুন নেভার লক্ষণ নেই। দিল্লি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সনিয়া গান্ধী থেকে শুরু করে মমতা ব্যানার্জি। এবার দিল্লির মৃত্যুমিছিল নিয়ে নিজের মনের উদ্বেগ কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ৩ ভাষায় ফেসবুকে পোস্ট করা কবিতার নাম নরক।
বুধবার দুপুর ৩ টে নাগাদ ফেসবুকে নরক নামে একটি কবিতা পোস্ট করেন মমতা। ছন্দবদ্ধ কবিতায় মমতার প্রশ্ন, শান্ত দেশ অশান্ত হল, গণতন্ত্র কি তবে শেষ? কবিতার একেবারে শেষে মমতা লিখেছেন, তুমি-আমি নীরব-বধির, নরক হল পীঠস্থান।
কেন্দ্রের ডাকা বৈঠকে যোগ দিতে ভুবনেশ্বর গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অমিত শাহের সভাপতিত্বে হতে চলা সেই বৈঠকে নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা। কিন্তু ওড়িশা যাত্রার আগেই দিল্লি পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা ব্যানার্জি। বলেছিলেন, ধর্ম নিরপেক্ষ ভারতে হিংসার কোনও স্থান নেই। এবার মুখ্যমন্ত্রীর উদ্বেগ স্থান পেল তাঁর লেখা কবিতায়।
Comments are closed.