ফের হাওড়া থেকে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। আগামী ২২ অক্টোবর পর্যন্ত অর্থাৎ টানা ১১ দিন বাতিল থাকবে বেশ কয়েকটি লোকাল ট্রেন। রেলের তরফে এমনটাই জানানো হয়েছে।
হাওড়া বর্ধমান শাখায় ইন্টারলকিং কাজের পরেও বেশ কিছু টেকনিক্যাল কাজ বাকি রয়ে গিয়েছে। সে কারণে ওই রুটে শক্তিগড়ে ৪ ঘন্টা ট্রাফিক ব্লক থাকবে। যার জন্য ১১ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত টানা ১১ দিন বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।
রেলের তরফে ইতিমধ্যেই বিবৃতি দিয়ে ট্রেনের তালিকা প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, হাওড়া থেকে ৩৬৮২৩ (কর্ড লাইন), ৩৭৮২৫ (মেন লাইন) এবং ৩৬৮২৫ (কর্ড লাইন) বর্ধমান লোকাল বাতিল থাকবে। পাশাপাশি বর্ধমান থেকে ৩৭৮২৬ (মেন লাইন), ৩৬৮৩৮ (কর্ড লাইন) এবং ৩৬৮৪০ (কর্ড লাইন) লোকালগুলো বাতিল করা হয়েছে।
ট্রেন বাতিলের জেরে স্বাভাবিক কারণেই বেশ কিছুটা দুর্ভোগে পড়বেন নিত্য যাত্রীরা। জানা যাচ্ছে, সিগন্যাল ব্লকের সময়টা পেরিয়ে গেলে অতিরিক্ত ট্রেন চালিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ারও পরিকল্পনা করছে রেল। তবে সময়টা ১১টা থেকে ৪টে হওয়ায় অফিস যাত্রীরা তেমন দুর্ভোগে পড়বেন না বলেই আশা করা হচ্ছে।
Comments are closed.