আগামী ৭ মার্চ মঙ্গলবার দোলযাত্রা। দোল উপলক্ষ্যে শিয়ালদহ শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রী সংখ্যা কম থাকার কারণে বাতিল করা হয়েছে একগুচ্ছ লোকাল ট্রেন। শিয়ালদহ মেইন লাইন সহ কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, নৈহাটি, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, সোনারপুর, বজবজ শাখার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ৭ মার্চ অর্থাৎ মঙ্গলবার দোলের দিন শিয়ালদহ শাখার কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, নৈহাটি, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, সোনারপুর, বজবজ শাখায় সকাল ও রাতে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে।
বাতিল ট্রেনগুলো হল ৩৪৭১১ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল, ৩৪৮১১ ডায়মন্ডহারবার-শিয়ালদহ লোকাল, ৩৪৯৩৫ নামখানা-শিয়ালদহ লোকাল, ৩৪১১২ শিয়ালদহ লোকাল। এছাড়া শিয়ালদহ সহ দক্ষিণ শাখায় একাধিক লোকাল ট্রেন।
অন্যদিকে শিয়ালদহ – বজবজ শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। টালিগঞ্জ এবং নিউ আলিপুরের মধ্যে একটি ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য শনিবার রাত ৯ টা থেকে রবিবার সকাল ১১ টা ৩০ মিনিট পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে।
Comments are closed.