মহারাষ্ট্রের গড়চিরৌলিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১৪ মাওবাদী

মাও দমনে বড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ। মহারাষ্ট্রের গড়চিরৌলিতে রাজ্য পুলিশের বিশেষ প্রশিক্ষিত সি-৬০ কম্যান্ড বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ১৪ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ। মৃতদের মধ্যে স্থানীয় দুই মাও নেতা সাইনাথ ও সাইন্যুও রয়েছেন বলে জানা গেছে।
মহারাষ্ট্র পুলিশের তরফে, ডিআইজি অংকুশ সিন্দে জানিয়েছেন, গোপণ সূত্রে খবর পেয়ে গড়চিরৌলির তদগাঁও জঙ্গলে শনিবার এই অভিযান চালান হয়। রবিবার সকাল ৯.৩০ নাগাদ শেষ হয় এই বিশেষ অভিযান। অভিযান শেষে সার্চ অপারেশনে ১৪ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়। মাওদমনে এদিনের অভিযানকে বিশেষ সাফল্য হিসাবেই দেখছে মহারাষ্ট্র পুলিশ। এর আগে ২০১৭ সালে গড়চিরৌলিতে সংঘর্ষে মৃত্যু হয়েছিল ১৯ জন মাওবাদীর। এর আগে ২০১৪ সালে এখানে মাও আক্রমণে প্রাণ হারিয়েছিলেন ৭ জন পুলিশকর্মী।

Leave A Reply

Your email address will not be published.