শুধু মূর্তি তৈরি নয়, নেতাজিকে সম্মান জানাতে ওঁর আদর্শ মেনে চলতে হবে; কেন্দ্রকে বার্তা চন্দ্রকুমার বসুর 

ট্যাবলো বিতর্কের মধ্যেই ইন্ডিয়া গেটে  নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানোর কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আবহে ফের একবার মোদী সরকারকে উদ্দেশ্য করে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করলেন সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য তথা গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী চন্দ্রকুমার বসু। শনিবার তিনি একটি ট্যুইট করে বলেন, নেতাজির আদর্শ মেনে চললেই তাঁকে প্রকৃত সম্মান জানানো হবে। 

ট্যুইটে তিনি লিখেছেন, নেতাজির মূর্তি বসানোর সিদ্ধান্তকে সম্মান জানাই। কিন্তু উনি দেশের সব সম্প্রদায়ের মধ্যে যে সমন্বয়ের কথা বলছে, আমাদের উচিত সেই আদর্শ নিয়ে চলা। 

যদিও এই প্রথম নয়, এর আগেও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে কেন্দ্রের সংশোধনী আইনের তীব্র সমালোচনা করে সে সময় বলেছিলেন, দুটি আইনই মুসলিম বিদ্বেষী এবং নেতাজির আদর্শের পরিপন্থী। প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা থেকে বিজেপির হয়ে  লড়েছিলেন চন্দ্রকুমার বসু। 

উল্লেখ্য, নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ইন্ডিয়া গেটে দেশনায়কের মূর্তি বসানোর কথা ঘোষণা করেছে কেন্দ্র। 

Comments are closed.