জিদানকে অপমান করা হয়েছে! ফরাসি ফুটবল সংস্থার প্রেসিডেন্টকেই একহাত নিলেন এমবাপে 

বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা ফুটবলার জিনেদিন জিদানকে অপমান করেছে ফ্রান্সের ফুটবল সংস্থার প্রেসিডেন্ট নোয়েল লা গ্রায়েত! তেমনটাই মনে হয়েছে আরেক বিশ্বকাপজয়ী কিলিয়ান এমবাপের। শুধু মনেই হয়নি, জিদানকে অপমানের জন্য নিজের দেশের ফুটবল সংস্থার প্রেসিডেন্টের বিরুদ্ধে গর্জেও উঠেছেন তিনি। এমবাপে তাঁর এক ইন্সটাগ্রাম পোস্টে সাফ লিখেছেন, ফ্রান্স মানেই জিদান। আমরা কোনওভাবেই কিংবদন্তি ফুটবলারকে অসম্মান করতে পারি না। কিন্তু কী কারণে ফুঁসে উঠছেন এমবাপে? 

বিশ্বকাপ ফাইনালে হারের পর জল্পনা শুরু হয়েছিল, জিদান ফ্রান্স দলের দায়িত্ব নিতে পারেন। কিন্তু বর্তমান কোচ দিদিয়ের দেশঁরের ওপরেই ভরসা রেখেছে সে দেশের ফুটবল সংস্থা। এরপরে আরও একটি গুঞ্জন শোনা যায়, ব্রাজিলের জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে পারেন জিদান। আর এই প্রসঙ্গেই মন্তব্য করতে গিয়ে ফিরাসি ফুটবল সংস্থার প্রেসিডেন্ট বলেন, জিদান ব্রাজিলে যাচ্ছেন! ওনার যেটা ইচ্ছে হয় করতে পারেন। এখানেই না থেমে গ্রায়েত আরও বলেন, জিদানকে ফ্রান্সের কোচ করা হতে পারে, এমনটা তিনিও কখনই ভাবেনি। তিনি সবসময় চেয়েছেন বর্তমান কোচই দলের দায়িত্বে থাকুক। এমনকী এ নিয়ে জিদান তাঁকে ফোন করলেও ধরতেন না বলে মন্তব্য করেন গ্রায়েত। 

আর এতেই বেজায় চটেছেন বিশ্বকাপে সোনার বুট জয়ী এমবাপে। নাম না করলেও তাঁর ইনস্টাগ্রাম পোস্ট থেকে ফরাসি ফুটবল সংস্থার প্রেসিডেন্টকে একহাত নিয়েছেন তিনি। 

Comments are closed.