এখনও পর্যন্ত ফলাফল দুই-শূন্য। ফুটবল দুনিয়ার অনেকেই মেসি এমবাপের লড়াইকে এভাবেই ব্যাখ্যা করেন। বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিলেন মেসি-এমবাপে। সেখানে শেষ হাসি হেসেছেন মেসি। সম্প্রতি ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের দৌড়েও এমবাপেকে পেছনে ফেলে খেতাব জিতেছেন মেসি। এবার দৌড় ব্যালন ডি’অরের। ফের একবার মুখোমুখি মেসি এমবাপে।
জানা গিয়েছে, ব্যালন ডি’অরের জন্য এবারের যে কয়েকটি নাম নির্বাচিত করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন মেসি এবং এমবাপে। এছাড়াও তাঁদের সঙ্গে রয়েছেন, ম্যানসিটির আলিং হালান্ড, ম্যানিইউয়ের মার্কাস রাসফোর্ড, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র।
বাকিদের নাম থাকলেও লড়াইয়ের মূল আকর্ষণ যে মেসি এবং এমবাপে, তা বলার অপেক্ষা রাখে না। এদিকে মেসি যদি এবারেও ব্যালন ডি’অর জয়ী হন, তাহলে এ নিয়ে পরপর আট বার তিনি ব্যালন ডি’অর জয়ী হবেন। এদিকে মেসিকে পরাজিত করতে পারলে, এটিও হবে এমবাপে’র প্রথম ব্যালন ডি’অর।
Comments are closed.