বিশ্বকাপ জয়ের পরেও দেশের জার্সিতে আরও কিছু দিন খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন লিও মেসি। কিন্তু নীল সাদা জার্সিতে লিও’কে আর নাও দেখা যেতে পারে। মেসির ক্লাব পিএসজি’র প্রাক্তন অধিনায়কের মন্তব্যে তেমনটাই জল্পনা ছড়িয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পিএসজি’র প্রাক্তন অধিনায়ক লুদোভিচ গিউলি বলেন, পিএসজি মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী। কিন্তু তার জন্য ক্লাবের তরফে মেসিকে কিছু শর্ত দেওয়া হতে পারে। যার মধ্যে অন্যতম হতে পারে, মেসি যদি পিএসজি’র হয়ে খেলতে চান, তাহলে জাতীয় ফুটবিল থেকে তাঁকে অবসর নিতে হবে। এ নিয়ে ইতিমধ্যেই ক্লাবের তরফে ভাবনা চিন্তা শুরু হয়েছে বলে জানান লুদোভিচ গিউলি।
গিউলির কথার, মেসির বয়েস এখন ৩৫। এই বয়সে দেশ এবং ক্লাবের হয়ে একসঙ্গে খেলা চালিয়ে যাওয়াটা অনেকখানি পরিশ্রমের। সেদিক থেকে পিএসজি ম্যানেজমেন্ট চাইছে, মেসি তাঁর ফুটবল জীবনের বাকি সময়টা পুরোপুরি ফ্রান্সের ক্লাবকেই দিক। তাতে মেসির খেলার মান অনেকটাই বজায় থাকবে বলে মত পিএসজি কর্তাদের। যদিও এ নিয়ে এখনও আর্জেন্টিনার অধিনায়ককে কিছু জানানো হয়নি। এই অবস্থায় মেসির কাছে সত্যি যদি পিএসজি কর্তারা এমন কোনও শর্ত রাখে তাহলে শেষ পর্যন্ত লিও কী করেন এখন সেটাই দেখার।
Comments are closed.