কাতার বিশ্বকাপই হয়তো তাঁর শেষ বিশ্বকাপ। নিজেই এমনটা জানিয়ে ছিলেন। যা নিয়ে মেসি ভক্তদেরও কিছুটা মন খারাপ ছিল। তবে জানা গিয়েছে, পরের বিশ্বকাপ অর্থাৎ ২০২৬-এও নীল সাদা জার্সিতে তাঁকে দেখা যেতে পারে। সম্প্রতি এমনটাই জল্পনা ছড়িয়েছে। এবং এই জল্পনার নেপথ্যে মেসির নিজেরই একটি মন্তব্য।
একটি খেলা বিষয়ক ওয়েবসাইটের সাক্ষাৎকারে মেসি নিজেই জানিয়েছেন, আমি দেশের জার্সিতে খেলে যেতে চাই। তবে এখন প্রাধান্য দিচ্ছি কোপা আমেরিকাকে। এরপরেই তাঁকে প্রশ্ন করা হয়, ২০২৬-এর বিশ্বকাপে তাঁকে মাঠে দেখা যাবে কিনা? উত্তরে এলএম টেন বলেন, বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছি না। তবে বিশ্বকাপ যে খেলব না সেটা বলছি না। ২০২৬-এ আমার বয়েস হবে ৩৯। ওই বয়সে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট খেলা খুব সহজ নয়। তবে অনেক কিছুই ঘটতে পারে।
মেসির এই মন্তব্যের পরেই স্বাভাবিক কারণেই জল্পনা ছড়িয়েছে। মেসি ভক্তদের অনেকেই এখন থেকেই আশায় বুক বাঁধছে সব ঠিক থাকলে ২০২৬-এর বিশ্বকাপেও মেসি ম্যাজিক দেখা যেতে পারে মাঠে।
Comments are closed.