ফের সোনা জয় নীরজের; ট্যুইটে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর 

ফের নজির সৃষ্টি করলেন নীরজ চোপড়া। এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নসিপে সোনা জয় করলেন নীরজ চোপড়া। নীরজ চোপড়াই প্রথম ভারতীয় যিনি এই মঞ্চে দেশের হয়ে সোনা জয় করেছেন।

ফাইনালে যদিও শুরুটা ভালো হয়নি। প্রথম থ্রোয়ে ফাউল করেন নীরজ। যদিও তার পর আর কোনও ভুলের অবকাশ রাখেননি। দ্বিতীয় থ্রোতে ৮৮.১৭ মিটার, তৃতীয় থ্রোয়ে ৮৬.৩২ এবং চতুর্থ থ্রোয়ে ৮৪.৬৪ মিটার জ্যাভলিন থ্রো করেন নীরজ চোপড়া। এরপর পঞ্চম থ্রোয়ে ৮৭.৭৩ মিটার জ্যাভলিন থ্রো করে স্বর্ণ পদক জিতে নেন।

নীরজ চোপড়াকে শুভেচ্ছা জানিয়ে এদিন প্রধানমন্ত্রী ট্যুইটে লেখেন, শ্রেষ্ঠত্ব-এর প্রতীক নীরজ। ওর খেলার প্রতি কঠোর অনুশীলন, অনুশাসন, নির্ভুলতা শুধু যে ওঁকে শুধু বিশ্ব চ্যাম্পিয়নই করেনি ক্রীড়া জগতে শ্রেষ্ঠ করে তুলেছে। সোনার পদক জয়ের জন্য নীরজকে অনেক অনেক শুভেচ্ছা।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন ট্যুইট করে বলেন, অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন নীরজ চোপড়াকে। আজ তোমার জয়ে সমগ্র জাতি গর্বিত, ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল।

Comments are closed.