পানামার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ। আর তাতেই ৮৯ মিনিটে ফ্রিকিকে গোল করে নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি। ৮০০ গোলের মাইল ফলক ছুঁয়ে ফেললেন আর্জেন্টিনার অধিনায়ক। এই মুহূর্তে এই রেকর্ডের একমাত্র অধিকারী লিও’র চির ‘প্রতিদ্বন্দ্বী’ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
আর্জেন্টিনার বুয়েনস এয়ার্সে পানামার বিরুদ্ধে দুই গোলে জয়ী হয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর দেশের জার্সিতে এটাই ছিল মেসিদের প্রথম ম্যাচ। যা নিয়ে মেসিভক্তদের মধ্যে উন্মাদনা ছিলই। তার মধ্যে মেসির নতুন রেকর্ড শুক্রবারের ম্যাচে বাড়তি মাত্রা যোগ করেছে।
গত সপ্তাহে পিএসজির জার্সিতে নান্তেসের বিরুদ্ধে ক্যারিয়ারের ৭৯৯ তম গোলটি করেছিলেন মেসি। সিআর সেভেনের পর ৮০০ গোলের রেকর্ডে করলেন একমাত্র মেসি।
উল্লেখ্য, পানামা ছাড়াও আরও একটি সৌজন্য ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেটি নিয়েও আর্জেন্টিনার ফুটবল প্রেমীদের মধ্যে তুঙ্গে উত্তেজনা। ইতিমধ্যেই দ্বিতীয় ম্যাচেরও টিকিট শেষ হয়ে গিয়েছে বলে খবর। এদিকে এদিন পানামার বিরুদ্ধে খেলার আগে বিশ্বকাপ ট্রফি হাতে আর্জেন্টিনার পুরো টিম ছবি তোলে। এদিন মেসি, কোচ লিওনেল স্কালোনিরা নিজেদের পরিবার মাঠে উপস্থিত ছিলেন। সব মিলিয়ে মেসির রেকর্ড গড়ায় সৌজন্য ম্যাচও বিশেষ জায়গা করে নিল ফুটবল দুনিয়ায়।
Comments are closed.