ফুটবল বিশ্ব কার্যত তাঁদের অনুগামীদের মধ্যে দু’ভাগে বিভক্ত। এক দিকে বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি আর অন্যদিকে বর্তমানে বিশ্বের সব থেকে দামি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার সেই ফ্যান যুদ্ধে নতুন মাত্রা যোগ করলেন রোনাল্ডোর বর্তমান ক্লাব অর্থাৎ আল নাসেরের কোচ রুডি গার্সিয়া। কোনও রাখ ঢাক না করে সাংবাদিক বৈঠকে সাফ বললেন, তাঁর প্রথম পছন্দ ছিল লিওনেল মেসি। আর কোচের এ ধরণের মন্তব্য নিয়েই হৈচৈ শুরু হয়েছে। ঠিক কী বলছেন আল নাসেরের কোচ?
আল নাসেরের সঙ্গে রোনাল্ডোর চুক্তি সম্পূর্ন হওয়ার আনুষ্ঠানিক ঘোষণার আগে রুডি একটি সাংবাদিক বৈঠকে বলেন, সৌদির ক্লাবের নজরে আরও অনেক ফুটবল তারকা রয়েছে। তারা মেসিকেও সই করাতে চেয়েছিল। এখনও মেসি তাদের নজরে রয়েছে। তার পরে কিছুটা মজার ছলেই বলেন, দোহা থেকে তো সবার প্রথম মেসিকেই আনতে চেয়েছিলাম।
আল নাসেরের কোচ মজার ছলে কথাটা বললেও, তাঁর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই নেট পাড়ায় নেমে পড়েছে মেসি ভক্তরা। কটাক্ষ ছুঁড়ে দিচ্ছে রোনাল্ডো ভক্তদের। তবে ফুটবল প্রেমীদের একাংশ অন্য একটি সম্ভবনা উস্কে দিয়েছে। মেসির বয়েস ৩৫, রোনাল্ডোর ৩৭। ফুটবলের দুই মহাতারকা কেরিয়ারের সায়াহ্নে এসে পৌঁছেছেন। এই অবস্থায় রেকর্ড টাকায় ইউরোপ ছেড়ে তুলনা মূলক পিছিয়ে থাকা এশিয়ার ক্লাবে নাম লিখিয়েছেন সিআর সেভেন। আল নাসেরের নজর যদি মেসির দিকেও থাকে। তাহলে ভবিষ্যতে সিআর সেভেন এবং এলএম টেন এক জার্সিতে খেলতে পারে এমন সম্ভবনাও এক্কেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
Comments are closed.