কালী পুজোর আগেই কি ফের বৃষ্টি হবে রাজ্যে? এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে বাতাসে বৃদ্ধি পাচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ। সেই কারণে বর্ষা বিদায়ের পর থেকেই যে শীতের আমেজ পাচ্ছিলেন শহরবাসী, তা কিছুদিনের জন্য উধাও হতে পারে।
শনিবার থেকে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গে ও রাজ্যের উপকূল এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কালীপুজোতেও বৃষ্টির ভ্রুকুটি থাকছে। শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস।
Comments are closed.