বিজেপির ৪২ তম প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সকালে একটি ভাষণ দেন মোদী। সেখানে তিনি বিজেপির সাফল্যের কথা তুলে ধরেন। বলেন, এই প্রথম রাজ্যসভায় কোনও দলের সদস্য সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
মঙ্গলবার একটি টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি জানান, বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বুধবার সকাল ১০ টার সময় জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেবেন তিনি। বুধবার সেই ভাষণের অংশ টুইটারে তুলে ধরেন মোদী।
https://twitter.com/narendramodi/status/1511564299197906949?t=W8Kblvsci_4NXb93WC2mWQ&s=19
এদিন মোদী চার রাজ্যে বিজেপির সাফল্যের খতিয়ান তুলে ধরেন। বলেন, ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। কোভিড প্রসঙ্গে তিনি বলেন, ১৮০ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। কংগ্রেসকে খোঁচা দিয়ে মোদী বলেন, পরিবারতান্ত্রিক দল গণতন্ত্রের শত্রু।
Comments are closed.