ইউক্রেনে মৃত্যু আরও এক ভারতীয় পড়ুয়ার, ফের আলোচনা মোদী-পুতিনের!

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে প্রাণ গেল আরও এক ভারতীয় পড়ুয়ার। মৃতের নাম চন্দন জিন্দাল। যদিও স্বাভাবিক কারণেই ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। আর এই আবহে ফের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী মোদী। বিদেশ মন্ত্রক সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, মূলত ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে  আনা নিয়েই আলোচনা করবেন দুই রাষ্ট্রপ্রধান।  

এদিকে বিদেশ মন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, অপারেশন গঙ্গা-তে এবার ভারতীয় বায়ুসেনাকেও কাজে লাগানো হচ্ছে। আটক ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই রোমানিয়া পৌঁছে গিয়েছে C-17 এয়ারক্রাফ্ট। 

উল্লেখ্য,  বিমান হানায় যে ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে, তার তদন্ত করবে মস্ক। বুধবার এমনটাই জানিয়েছেন রাশিয়ার দূত ডেনিস অলিপোভ। তিনি বলেন, ভারতীয় ছাত্র নবীন শেখারাপ্পা জ্ঞানগউধের পরিবার এবং গোটা ভারতকে এই মর্মান্তিক ঘটনার জন্য সমবেদনা জানাই। ইউক্রেনে চূড়ান্ত পর্যায়ে লড়াইয়ে চলছে। সেখানে আটক ভারতীয়দের নিরাপদে রাখতে সব ধরণের পদক্ষেপ নেবে রাশিয়া। তারপরেই তাঁর আশ্বাস এই মর্মান্তিক ঘটনার যথাযথ তদন্ত করা হবে। 

 

Comments are closed.