ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান ক্লাবকে দেওয়া হচ্ছে বঙ্গবিভূষণ সম্মান। ২৫ জুলাই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই ৩ ক্লাবের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
ফুটবলের সঙ্গে বাঙালির আবেগের সম্পর্ক। বাঙালিকে খেলা পাগল হিসেবে গড়ে তুলতে বিশেষ অবদান রয়েছে কলকাতার মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান ক্লাবের। তিন ক্লাবকে সম্মান দিয়ে বাংলার লক্ষ-লক্ষ ফুটবল প্রেমীর আবেগকে স্বীকৃতি দিল রাজ্য সরকার। ২৫ জুলাই নজরুল মঞ্চে এই অনুষ্ঠান প্রদান করা হবে।
মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই তিন ক্লাবের শীর্ষ আধিকারিকদের চিঠি পাঠিয়ে বঙ্গবিভূষণ দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিঠিতে তিনি জানিয়েছেন, বাঙালির আবেগের নাম ফুটবল। শুধু ফুটবল নয়, ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন ধারায় মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান ক্লাবের অবদান অনস্বীকার্য। শুধু বাঙালির কাছে নয়,পুরো ভারতবাসীর কাছে গৌরবের স্থানে দখল করেছে এই তিন ক্লাব।
Comments are closed.