আই-লিগের জন্য বেঙ্গালুরু এফসির সঙ্গে প্রস্তুতি ম্যাচে নামছে ইস্টবেঙ্গল, কতটা তৈরি লাল-হলুদ শিবির

মোহনবাগান চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক কাপে অংশগ্রহণ করে আই লিগের প্রস্তুতি সেরেছে। এই প্রতিযোগিতা থেকে ডাক পেলেও যায়নি ইস্টবেঙ্গল। তারা কলকাতাতেই প্রস্তুতি শিবির করছে। শারদীয়া ছুটি কাটিয়ে বেশ কয়েকদিন হল অনুশীলন করছে ইস্টবেঙ্গল। মূলত এই প্রস্তুতির শিবিরে ফিটনেসেই জোর দিচ্ছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেজান্দ্রো। নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। সেই ম্যাচে ফুটবলারদের দেখে নিয়ে বেশ খুশি ইস্টবেঙ্গল কোচ। এর আগেই ইস্টবেঙ্গল জানিয়েছিল, তারা বেশ কয়েকটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে। তার প্রথমটি গতবারের আইএসএল চ্যাম্পিয়ন এবং ভারতের অন্যতম সেরা ক্লাব বেঙ্গালুরু এফসি সঙ্গে। এই ম্যাচটি হবে ৬ ই নভেম্বর বেঙ্গালুরুতে।
সুনীল ছেত্রী, গুরপ্রীত সিংহদের বেঙ্গালুরু এফসি এখন আইএসএল খেলতে ব্যস্ত। তাই ইস্টবেঙ্গলের সঙ্গে প্রস্তুতি ম্যাচে তারা আদৌ প্রথম সারির দল খেলবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞ মহলের ধারণা, এই ম্যাচে হয়তো প্রথম একাদশের দু-তিনজন ফুটবলারের সঙ্গে রিজার্ভ দলকেই দেখে নেবে বেঙ্গালুরু এফসি। তবে বেঙ্গালুরু এফসি যদি মূল দল নামায়, তাহলে আই লিগের আগে ইস্টবেঙ্গলের কাছে নিজেদের শক্তি যাচাই করে নেওয়ার সেরা সুযোগ হবে এই ম্যাচ। তবু বেঙ্গালুরুর সঙ্গে প্রিয় দলের ম্যাচের জন্য প্রহর গুনছেন সমর্থকরা। কারণ, দেশের সেরা দলের সঙ্গে ম্যাচের ফল দেখে তাঁরা বুঝতে চান তাঁদের প্রিয় ইস্টবেঙ্গল কতটা তৈরি। শেষবার প্রতিযোগিতামূলক ম্যাচে ভুবনেশ্বরে সুপার কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। বেঙ্গালুরু এফসির কাছে বিধ্বস্ত হয়েছিল ইস্টবেঙ্গল।

Comments are closed.