বিশ্বকাপ জ্বরে কাঁপছে ফুটবল প্রেমীরা। শুক্রবারের দুই কোয়ার্টার ফাইনালের রেশ এখনও টাটকা। এর মধ্যেই ডায়মন্ড হারবার বাসীর জন্য সুখবর। শনিবার থেকে সেখানে শুরু হচ্ছে এমপি কাপ। উদ্যোগে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এদিন ডায়মন্ড হারবারের এসডিও মাঠে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘এমপি কাপ ২০২২’-এর উদ্বোধন করবেন অভিষেক।
উদ্বোধন অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই সব প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। মঞ্চও প্রস্তুত। নিরাপত্তার কারণে গোটা এলাকা সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। অনুষ্ঠানে বাড়তি সংযোজন, মুম্বাই থেকে আসছেন গায়ক হানি সিংহ। উদ্বোধনী ম্যাচের আগে তাঁর অনুষ্ঠানের কথা রয়েছে। যার জন্যও এলাকাবাসীর মুখিয়ে রয়েছে।
এবারের এমপি কাপে মোট ১২৮টি দল অংশগ্রহণ করছে বলে জানা গিয়েছে। শনিবার ম্যাচ রয়েছে কামারপোল অঞ্চল বনাম বজবজ ১। ফুটবল বিশ্বকাপের মধ্যেও স্থানীয় ছেলেদের খেলা নিয়ে বাড়তি উত্তেজনায় ফুটছে ডায়মন্ড হারবারের ক্লাবগুলো। ট্যুইর্নামেন্ট ঘিরে সেজে উঠেছে গোটা মাঠ চত্বর। প্রসঙ্গত, ২০১৭ সালে অভিষেক ব্যানার্জির উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন ফুটবল দলকে নিয়ে শুরু হয় এমপি কাপ। সাতটি বিধানসভার বিভিন্ন অঞ্চল এবং পুরসভা এলাকগুলো থেকে বিভিন্ন দল এই টুর্নামেন্ট অংশগ্রহণ করে।
Comments are closed.