প্রয়াত কবি, সাহিত্যিক নবনীতা দেবসেন, বয়স হয়ছিল ৮১

প্রয়াত হলেন কবি, সাহিত্যিক নবনীতা দেবসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু হয় নবনীতা দেবসেনের। বয়স হয়েছি ৮১ বছর।

বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন নবনীতা দেবসেন।

এদিন সন্ধ্যায় বাড়িতেই প্রয়াত হন তিনি।

১৯৯৯ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান নবনীতা দেবসেন। পরের বছর ২০০০ সালে পান পদ্মশ্রী। নবনীতা দেবসেনের প্রকাশিত বইয়ের সংখ্যা প্রচুর। সাতের দশকের শেষে কবি সম্মেলনে অসমের জোড়হাটে গিয়ে নবনীতা একাই ট্রাকে চেপে তেজপুর থেকে চলে যান তাওয়াং।

সেই সফর নিয়ে তাঁর লেখা ট্রাকবাহনে ম্যাকমাহনে আলোড়ন ফেলে দেয় পাঠক মহলে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন নবনীতা দেবসেন। তাঁর প্রাক্তন স্বামী অমর্ত্য সেন।

এদিন নবনীতা সেনের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সাহিত্য মহলে। শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Comments are closed.