মুখ পুড়ল সিবিআইয়ের। কলকাতা হাই কোর্টের ৫ বিচারপতির বেঞ্চ এই নিয়ে মতামত জানানোর পর আমরা এটা দেখব। নারদ মামলায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সিবিআইকে প্রত্যাহার করতে হল রিট পিটিশন। ফলে নারদ মামলা ফিরল কলকাতা হাই কোর্টেই।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে সওয়াল জবাব পর্ব চলে। সেখানে এসজি বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সওয়াল করেন। মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী বিক্ষোভ দেখিয়েছেন। সেখানে এসজি তুষার মেহেতাকে বিচারপতি গাভাইয়ের প্রশ্ন, একজন বিক্ষোভ দেখালেন সেই জন্য ধৃত কেন ফল ভোগ করবেন? প্রভাবশালী প্রসঙ্গেও সওয়াল করতে গিয়ে বিচারপতিদের প্রশ্নের মুখে পড়েন এসজি। বিচারপতি গাভাইয়ের প্রশ্ন, প্রভাবশালী কারা, যাঁদের নামে চার্জশিট দিলেন তাঁরা নাকি যাঁদের নামে এখনও চার্জশিট দিতে পারেননি?
শেষে এসজিকে শীর্ষ আদালত প্রশ্ন করে, আপনি কি মামলা ফিরিয়ে নেবেন নাকি আমাদের রায় দিতে হবে? এসজি তুষার মেহেতা শুক্রবার পর্যন্ত সময় চান। তা দিতে রাজি হয়নি বেঞ্চ। তারপরই মামলা প্রত্যাহার করে নেয় সিবিআই। ফলে নারদ মামলা ফিরল কলকাতা হাই কোর্টের ৫ সদস্যের বেঞ্চেই।
Comments are closed.