করোনা মোকাবিলায় জাতীয় পরিকল্পনা তৈরি করুক কেন্দ্র, নির্দেশ সুপ্রিম কোর্টের
কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের
করোনার দ্বিতীয় ঢেউয়ে হাঁসফাঁস অবস্থা দেশের। জরুরি অবস্থার সামনে দাঁড়িয়ে দেশ। এই অবস্থায় অক্সিজেন সরবরাহ, প্রয়োজনীয় ওষুধ এবং টিকাকরণ পদ্ধতি ও পরিকল্পনা কী? কেন্দ্রীয় সরকারের এ বিষয়ে ‘জাতীয় পরিকল্পনা’ কী? রাজ্যে লকডাউন নিয়ে কী ভাবছে সরকার? কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের।
করোনা ম্যানেজমেন্ট নিয়ে শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে। আগামী শুক্রবার ফের শুনানি। এছাড়াও ওই দিন দেশের ছটি রাজ্যের হাইকোর্টে অক্সিজেনের ঘাটতি, বেড এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ সম্পর্কিত বিভিন্ন মামলা নিয়েও শুনানি হবে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে জানিয়েছেন, আমরা এই বিষয়ে কেন্দ্রের জাতীয় পরিকল্পনা দেখতে চাই। আমাদের চারটে বিষয় জানার রয়েছে। সেগুলি হল, অক্সিজেন সরবরাহ, অত্যাবশ্যকীয় ওষুধের সরবরাহ, টিকাকরণের পদ্ধতি ও পরিকল্পনা।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি ‘জাতীয় জরুরি অবস্থার’ সমান। রাজ্যের সমস্যা নিয়ে পর্যালোচনার ক্ষেত্রেও নিজেদের হাতে ক্ষমতা রাখতে চাইছি আমরা।
এর আগে অক্সিজেনের ঘাটতি নিয়ে দিল্লির ম্যাক্স হাসপাতালের দায়ের করা মামলায় কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করেছিল দিল্লি হাইকোর্ট।
করোনা সংক্রমণের সংখ্যার দিক থেকে বিশ্বে সকলের আগে ভারত। বৃহস্পতিবার ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন নতুন করে সংক্রমিত হয়েছেন এবং ২৪ ঘন্টার মধ্যে মৃত্যু ২ হাজার ১০৪ জনের।
Comments are closed.