যুদ্ধের জেরে মাঝ পথেই ডাক্তারির পড়া ছেড়ে ভারতে ফিরতে হয়েছে হাজার হাজার মেডিক্যাল পড়ুয়াদের। যার ফলে অসমাপ্ত কোর্সে নিয়ে উদ্বিগ্ন পড়ুয়ারা। এই আবহে ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC).
কমিশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রবাসী মেডিক্যাল পড়ুয়ারা এবার দেশেই তাঁদের ইন্টার্নশিপ করতে পারবে। কমিশনের এই ঘোষণায় ভবিষৎ নিয়ে কিছুটা দুশ্চিন্তা কেটেছে পড়ুয়াদের একাংশের। শনিবার NMC-এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েটরা ভারতের তাঁদের ইন্টার্শিপ সম্পূর্ণ করতে পারবে। যুদ্ধ কালীন পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কমিশন। যদিও ইন্টার্শিপের জন্য ম্যাডিক্যাল গ্র্যাজুয়েট পরীক্ষায় (FMGE) উত্তীর্ণ হতে হবে পড়ুয়াদের। স্বাভাবিক কারণেই এনএমসি-র এই ঘোষণায় কিছুটা আশার আলো দেখেছে মেডিক্যাল পড়ুয়ারা।
উল্লেখ্য, অনেক পড়ুয়াই পাঁচ বছর, ছয় বছর পড়াশোনা করার পর ফিরে আসতে বাধ্য হয়েছেন। মেডিক্যাল কমিশনের এই ঘোষণায় মুখে হাসি ফুটেছে পড়ুয়াদের।
Comments are closed.