পুরীর মন্দিরে চালু হচ্ছে নয়া পোশাক বিধি; কিছু পোশাক পরে মন্দিরে প্রবেশ নিষেধ 

এবার পুরীর মন্দিরে চালু হচ্ছে নয়া পোশাক বিধি। কয়েক ধরনের পোশাক পরা অবস্থায় আপনি আর মন্দিরে প্রবেশ করতে পারবেন না। মন্দির কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই একটা তালিকা তৈরি করে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, ছেঁড়া জিন্স, হাতকাটা টিশার্ট বা হাফ প্যান্ট পরে আর ঢোকা যাবে না জগন্নাথ মন্দিরে। সম্পূর্ণ শরীর ঢাকা পোশাক পরে মন্দিরে ঢুকতে হবে। 

সোমবার জগন্নাথ মন্দিরের কর্তৃপক্ষ জানিয়েছে, ইদানীং অনেকেই মন্দিরে পুজো দিতে আসছেন অশোভনীয় পোশাক পরে। তাই এই বিজ্ঞপ্তির প্রয়োজনীয়তা। কোন কোন পোশাক পরে মন্দিরে ঢোকা যাবে না, তা স্পষ্ট করে দেওয়া হচ্ছে। 

যদিও মন্দির কর্তৃপক্ষের দাবি, নতুন করে কোনও পোশাক বিধি চালু করছে না মন্দির কর্তৃপক্ষ। তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে কিছু পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা জারি হচ্ছে।  হাতকাটা টিশার্ট বা হাফ প্যান্ট পরে মন্দির চত্বরে ঘোরা যাবে না। কর্তৃপক্ষের মতে, এধরনের পোশাক শুধুমাত্র অশোভনীয় নয়, মন্দিরের মতো পবিত্র স্থানের ক্ষেত্রে অবমাননাকরও বটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪-এর ১ জানুয়ারি থেকে নয়া এই নিয়ম কার্যকরী হবে। সেই সঙ্গে কর্তৃপক্ষ এও জনিয়েছে, ১২ বছর বা তার কম বয়েসিদের জন্য পোশাক বিধি মানতে হবে না। 

Comments are closed.