খুব শীঘ্র চালু হচ্ছে নিউ গড়িয়া-রুবি রুটে মেট্রো, ট্রায়াল রানে রেকর্ড গতিতে ছুটল চাকা

নিউ গড়িয়া-রুবি রুটে মেট্রোর ট্রায়াল রান শুরু হয়েছে। ট্রায়াল রানেই রেওর্ড গতিতে ছুটল মেট্রো। এই লাইনের মেট্রো ছুটেছে ঘন্টায় ৮৩ কিলোমিটার বেগে। এর আগে এত গতিতে ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে ট্রেন ছোটেনি। ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে ট্রায়াল রানে শেষ ৮০ কিলোমিটার বেগে ট্রেন ছুটেছিল। জানা গিয়েছে, এই রুটে মেট্রোর তদারকিতে আসবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি।

বুধবার নিউ গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে রুবির হেমন্ত মুখার্জি মেট্রো স্টেশনের দূরত্ব ৫.৪ কিলোমিটার। এই দূরত্ব পৌঁছাতে ট্রেনের সময় লেগেছে মাত্র ৮ মিনিট। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মোট ৫ টি মেট্রো স্টেশন পড়বে। কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত ও হেমন্ত মুখার্জি অর্থাৎ রুবি। মেট্রো সূত্রে খবর খুব শীঘ্র এই রুটে মেট্রো চলাচল শুরু হবে। এর আগেও এউ রুটে মেট্রোর ট্রায়াল রান হয়েছিল। সেইবার নন এসি রেক দিয়ে ট্রায়াল রান করা হয়েছিল। সেইবার বেশকিছু সমস্যা দেখা দিয়েছিল। যদিও মেট্রো সূত্রে খবর, সেই সমস্যা মিটিয়ে ফেলা হয়েছে। তাই এইবার এসি রেক দিয়ে মেট্রোর ট্রায়াল রান হল। আর এই ট্রায়াল রানে রেকর্ড গতিতে ছুটল মেট্রোর চাকা।

Comments are closed.