হাওড়া-তারকেশ্বর লাইনে ট্রেন চলাচল ব্যাহত, সমস্যায় যাত্রীরা

হাওড়া-তারকেশ্বর ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত। শনিবার সকালে তারকেশ্বরের কৈকালা স্টেশনের কাছে রেল লাইনে ফাটল দেখা যায়। প্রায় ১ ঘন্টা ধরে লাইন সারিয়ে তোলার পর ট্রেন চলাচল শুরু হয়। এদিন সকালে কৈকালা স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ার পর লাইনে ফাটল দেখা যায়। রেল কর্মীরা এসে লাইন সারাইয়ের কাজ শুরু করে।

কয়েকঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর ফের চালু হয়। তবে ট্রেন চালু হলেও ওই লাইনে একটু দেরিতেই চলছে সব ট্রেন। শনিবার যাত্রী চাপ কম রয়েছে। তবুও সকালের দিকে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

গত সপ্তাহেই চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এই ট্রেন চালু হওয়ার পরই মালদায় আক্রান্ত হয়েছিল। নিউ জলপাইগুড়ি স্টেশনেও এই ট্রেনে পাথর ছোঁড়া হয়। এই ঘটনায় প্রকাশ্যে এসেছে সিসিটিভি ফুটেজ। ঘটনায় গ্রেফতার করা হয় ৩ জনকে। ৩ জনই বিহারের বাসিন্দা এবং প্রত্যেকেই নাবালক।

Comments are closed.