বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই পুজো শেষ হল এবার। দশমীতে মণ্ডপে ছিল উপচে পড়া ভিড়। ২১ সেপ্টেম্বর ছিল মহালয়া। ২৮ তারিখ ছিল ষষ্ঠী।
কিন্তু পরের বার পুজো শুরু হবে অনেকটাই দেরিতে।
২০২৬ সালের ১০ অক্টোবর পড়েছে মহালয়া। এর এক সপ্তাহ পর ১৭ অক্টোবর পড়েছে ষষ্ঠী। ১৮ অক্টোবর সপ্তমী। এরপর ১৯, ২০ ও ২১ অক্টোবর মহাষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী। কোজাগরী লক্ষ্মীপুজো হবে ২০২৬ সালের ২৫ অক্টোবর।
এদিকে আজ শুক্রবারই বেশিরভাগ প্রতিমার নিরঞ্জন হবে। বিসর্জনের শোভাযাত্রায় কলকাতার ২৩৮টি গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ পিকেট থাকছে। নবমীর দিন কলকাতা পুর কর্তৃপক্ষ শহরের বিভিন্ন ঘাট পরিদর্শন করে এসেছে। বিসর্জনের আবর্জনা ভেসে এসে জলের পাইপলাইনের মুখ যাতে বন্ধ না হয়, সেদিকে নজর রাখতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশও দেওয়া হয়েছে।
Comments are closed.