দুর্গা পুজোর পর এবার কালী পুজোতেও ভিড় কমাতে ও দূষণ বন্ধে রায় দিল কলকাতা হাইকোর্ট। দুর্গা পুজোর মতোই কালী পুজো নিয়ন্ত্রণে মামলা হয়েছিল। বৃহস্পতিবার আদালত জানালো, কালী পুজোয় বাজি নিষিদ্ধ। একই সঙ্গে বাজি নিষিদ্ধ ছট পুজোতেও। কালী পুজো মণ্ডপেও নো-এন্ট্রি করতে হবে। দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করতে পারবেন না। ছোট মণ্ডপে অন্তত ৫ মিটার দূরে নো-এন্ট্রি বোর্ড বশ্বাতে হবে। বড় মণ্ডপে কতজন প্রবেশ করবেন, পুলিশ ঠিক করবে।
(বিস্তারিত খবর আপডেট করা হবে)
Related Posts
Comments are closed.